মাটিকোড়া ও শিবপুর এখন শোকের গ্রাম
বজ্রাঘাত কেড়ে নিল একই পরিবারের পাঁচজন উপার্জনক্ষম মানুষকে। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় প্রহর গুনছে নিহত শমসেরের পরিবার। এই পরিবারের নিহতদের মধ্যে ছিলেন বাবা, চাচা, ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নে। তরতাজা প্রাণগুলো এভাবে নিমিষেই ঝরে পড়বে- এমনটা…